• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:০২ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে দুটি পৌরসভায় আ’লীগের জয়

সাংবাদিকের নাম / ৭০ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে দুটি পৌরসভায় আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। রোববার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও পৌরসভায় নৌকা মার্কার প্রার্থী আঞ্জুমান আরা বন্যা ২৬ হাজার ৪’শ ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ধানের শীর্ষ শরিফুল ইসলাম শরিফ ভোটে পেয়েছেন ৫ হাজার ৩’শ ৩৩ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা মার্কা মুহা. আনোয়ার হোসেন ভোট পেয়েছেন ১ হাজার ৬৩ ভোট।
অপরদিকে রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক ২ হাজার ৮’শ ৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিব্দন্দী স্বতন্ত্র প্রার্থী ইস্ত্রি মার্কা মোকারম হোসেন পেয়েছেন ২ হাজার ৩’শ ভোট পেয়েছেন।
এ নির্বাচনে ধানের শীষ প্রার্থীর পক্ষে জেলা বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ তুলে পৃথক পৃথক সংবাদ সম্মেলন করে দুপুরেই ফলাফল বর্জনের ঘোষনা দেন।


এধরনের আরও সংবাদ