• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে তীব্র শীতে বিপর্যস্ত মানুষের মাঝে ৭ শতাধিক কম্বল বিতরণ

সাংবাদিকের নাম / ২৫০ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০


নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে তীব্র শীতে বিপর্যস্ত মানুষের মাঝে ৭ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের ঘোষপাড়া এলাকায় এম জে এল বাংলাদেশ লিঃ এবং সরকার মটরর্স এর পরিচালনায় এ শীত বস্ত্র বিতরণ করা হয়।


টানা শৈত প্রবাহের কারনে ঠাকুরগাঁওয়ের জনজীবনে বিপর্যনস্ত নেমে এসেছে। এ অবস্থায় প্রশাসনের অনুরোধে বিভিন্ন বে-সরকারি সংগঠনগুলো শীতবস্ত্র নিয়ে এগিয়ে আসছে। আজ জেলা সদরের সাত শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন এম জে এল বাংলাদেশ লিঃ। শীতবস্ত্র পেয়ে অনেকটাই স্বস্তি এসেছে বলে জানিয়েছে ছিন্নমুল ও অসহায় মানুষেরা।


শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোঃ আব্দুল্লাহ, এম জে এল বাংলাদেশ লিঃ এর এজিএম মোঃ ওয়াহিদুজ্জামান, আশরাফুল হক ভুইয়া, ম্যানেজার ফজলে লোহানী, এক্সিকিউটিভ সাকিব হোসেন, সরকার মটরর্স এর সত্বাধীকারি সুদাম সরকার, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপনসহ অনেকে।


এধরনের আরও সংবাদ