• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে জিংক জাতের ধান উৎপাদনে সম্মিলিত সভা

সাংবাদিকের নাম / ৪৮ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে জিংক জাতের ধান উৎপাদনে সম্মিলিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে কৃষক, ব্যবসায়ী ও মিলারদের নিয়ে আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁও প্রশিক্ষন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা অপরিসিম। বাংলাদেশে গত ৫ বছরে কম বয়সের শতকরা ৪৪ ভাগ শিশু এবং ৫৭ ভাগ নারী জিংকের অভাবে ভুগছে। ১৫-১৯ বছরের শতকরা ৪৪ ভাগ মেয়েরা এর অভাবে খাটো হচ্ছে। তাই বিভিন্ন পর্যায়ের উৎপাদক, আড়ৎতার , মিলারসহ এর সাথে সম্পৃক্ত সকলকে অধিক পরিমান ব্রি-ধান ৭৪ ও ব্রি-ধান ৮৪ জিংক ধানের উৎপাদনের মাধ্যমে ব্যবসার প্রসার ঘটানোর আহবান রাখেন। এছাড়া ব্যবসায়ীদেরকে জিংক সমৃদ্ধ চালের ব্যবসা করতে বিশেষভাবে আহবান করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারভেষ্টপ্লাস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর সৈয়দ মোঃ আবু হানিফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারভেষ্টপ্লাস এর এআরডিও রুহুল আমিন মন্ডল, আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের কৃষি কর্মকর্তা মোঃ রবিউল আলম, হারভেষ্ট প্লাস এর প্রতিনিধি মোঃ মামুনসহ অনেকে। পরে হারভেস্ট প্লাসের কান্টি ম্যানেজার ড. মোঃ খায়রুল বাশারের সাথে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেশকিছু দিক নির্দেশনা সমন্বয় করা হয়।


এধরনের আরও সংবাদ