• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে জলবায়ু সহনশীল ধান উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

সাংবাদিকের নাম / ৫১ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে জলবায়ু সহনশীল ধান উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২০ IRRI/IFAD প্রজেক্ট এর আওতায় বড়গাঁও ইউনিয়ন ফেডারেশন, ঠাকুরগাঁও সদর উপজেলার ব্রি ধান৭০, ব্রি ধান৭১ ও বিনাধান-১৭ এর ৩১টি প্রদর্শনী প্লটের কৃষকদের নিয়ে ফেডারেশন হলরুমে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তা তপন কুমার রায় আরডিআরএস এর কৃষি কর্মকর্তা অনুপ কুমার ঘোষ ও রবিউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়গাও ইউনিয়ন ফেডারেশন এর চেয়ারম্যান মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ধানের বিভিন্ন জাতের উৎপাদন পদ্ধতি ও তার সমস্যা নিয়ে কথা বলেন। তিনি আমন মৌসুমে স্বল্প দিনের চাষাবাদকৃত ও জলবায়ু সহনশীল এমন জাতের উপর জোর দেন। তিনি বলেন বিশেষ করে এসব জাতের মধ্যে বিনাধান -১৭ ও ব্রি ধান৭১ জলবায়ু সহনশীল এবং স্বল্পমেয়াদী এবং ব্রি ধান৭০ একটি আধুনিক অ্যারোমেটিক ধানের জাত। ঠাকুরগাঁও জেলায় বর্তমান চলমান পরিবর্তিত জলবায়ুর সাপেক্ষে খরা সহনশীল বিনা ১৭ ও ব্রি ধান ৭১ উপযুক্ত জাত।


এধরনের আরও সংবাদ