• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

ঠাকুরগাঁওয়ে চাল জব্দের ঘটনায় ২ জনের ডিলারশীপ বাতিল

সাংবাদিকের নাম / ৩৫ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সরকারি ৮৮৯ বস্তা ভিজিডি ও ১০টাকা কেজি চাল জব্দের ঘটনায় অভিযুক্ত দুজন ওএমএস ডিলারের ডিলারশীপ বাতিল করা হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক কার্যালয়ের উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের ওএমএস ডিলার আব্দুর রশিদ ও বড়পলাশবাড়ী ইউনিয়নের আমিরুল ইসলামের বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসূচীর দুর্ণীতির অভিযোগে ফৌজদারী মামলা হওয়ার উপজেলা খাদ্য বান্ধব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের ডিলারশীপ বাতিল করা হলো। আগামীতে তারা এ কর্মসূচীতে আর কোন ডিলারশীপ নিতে পারবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মন বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন।

আসামীরা হলেন-উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের ওএমএস ডিলার আমিরুল ইসলাম, তার স্ত্রী নারী ইউপি সদস্য কুলকুমা আক্তার, তার ভাই জমিরুল ইসলাম, সমিরুল ইসলাম, আমজানখোর ইউনিয়নের ওএমএস ডিলার আব্দুর রশিদ ও নছিমন চালক পান্না কাউসার।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, আটক নছিমন চালক পান্না কাউসার ও জমিরুল ইসলামকে শুক্রবার দুপুরে জেলে পাঠানো হয়েছে। বাকি আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.