• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

ঠাকুরগাঁওয়ে গাভী প্রতিপালন বিষয়ক প্রশিক্ষণ

সাংবাদিকের নাম / ৪৬ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

নিউজ ডেক্সঃ গাভী প্রতিপালনের মাধ্যমে পারিবারিক আয় উন্নতি ও আর্থিকভাবে সাবলম্বিতা আনায়নের লক্ষ্যে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণি সম্পদ বিভাগের কারিগরি সহযোগিতায় রহিমানপুর পটুয়া ফেডারেশন সভাকক্ষে গাভী প্রতিপালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বুধবার (৯ফেব্রুয়ারি) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এপি’র দুইটি প্রশিক্ষণ ব্যাচে ৬০ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরণের প্রশিক্ষণ আরো জোরদার করলে প্রশিক্ষণ প্রাপ্ত জনসাধারণ দক্ষ মানব সম্পদে পরিণত হবে এবং দারিদ্র মুক্ত সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে মনে করেন অতিথিরা।
ঠাকুরগাঁও এপির প্রোগ্রাম অফিসার সুশীল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণি সম্পদ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডাঃ মোঃ শাহারিয়ার মান্নান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এপি ম্যানজের লিওবার্ট চিসিম ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি নুরে আলম ও আশরাফ আলী প্রমুখ ।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.