• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

সাংবাদিকের নাম / ১২২ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশনায় ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এক দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছে।
আজ শনিবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৫০ জন ছাত্রলীগের কর্মীদের সাথে নিয়ে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাতৃগাঁ এলাকার কৃষক আফতাব উদ্দিনের ধান কেটে দেন তারা।
এসময় কৃষক আফতাব উদ্দিন বলেন, এক বিঘা জমিতে ধান রোপন করা হয় । শ্রমিক না পাওয়ায় ছাত্রলীগের  ছেলেরা ধান কেটে দেন। সে কারণে তার অনেকটা উপকার হয়েছে বলে জানান তিনি।
ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের  সভাপতি আজহারুল ইসলাম বলেন, “যে কোনো সংকটে, দুর্যোগে ছাত্রলীগ সবার পাশে” ছিল থাকবে। ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ দরিদ্র কৃষকের ধান কর্তনে ধারাবাহিতা অব্যাহত রাখবে।সময় সংবাদ,ঠাকুরগাঁও।


এধরনের আরও সংবাদ