• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:০০ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে কৃষকের ধান কর্তন করে দিলেন কৃষক দলের নেতাকর্মীরা

সাংবাদিকের নাম / ৪৭ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে কৃষকের পাকা ধান কর্তনের উদ্ধোধন করা হয়েছে। আজ সকালে আনুষ্ঠানিকভাবে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ভবেশ চন্দ্র বর্মনের এক একর জমির ধান কর্তন করে দিয়েছে জেলা কৃষক দলের নেতাকর্মীরা।
জেলা কৃষক দলের পক্ষ থেকে জানানো হয়, করোনা কালিন সময়ে ধান কর্তনে শ্রমিক সংকটে পরেছে জেলার অধিকাংশ কৃষকরা। তাই কৃষক দলের উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে কৃষকের ধান কর্তনে সহায়তা করা হচ্ছে। পর্যায়ক্রমে কৃষক দলের সদস্যরা জেলার বিভিন্নস্থানে কৃষকের ধান কর্তন করে দেয়া হবে বলে জানায় নেতারা। এসময় জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস ন¤্র চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ও রহিমানপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার পেরিস, জেলা কৃষক দলের সভাপতি আনোয়ারুল হক, সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম খোকা, সাধারণ সম্পাদক খুরশিদ আলম উজ্জল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান জাহিদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এধরনের আরও সংবাদ