• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে কৃষকের আড়াইশ আম গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা

সাংবাদিকের নাম / ১১৬ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে জিয়াউর রহমান নামে এক কৃষকের আড়াইশ আম গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) ভোর রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মশালডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। উপায় না পেয়ে এ ঘটনায় সংশ্লিস্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছে কৃষক। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
লিখিত অভিযোগে থেকে জানা গেছে, পৈত্রিক সম্পতি ১১৬ শতক জমিতে আড়াইশ আম গাছ রোপন করে। অন্যদিকে আগাছা নাশক বিষ দিয়ে ১১৬ শতক জমিতে রোপনকৃত ধান গাছ পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা। এ অবস্থায় নিঃস্ব হয়ে বালিয়াডাঙ্গী থানায় লিখিত অভিযোগ করেন কৃষক জিয়াউর। এ ঘটনার পর অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করেছে সংশ্লিস্ট থানা পুলিশ।
স্থানীয়রা এমন ঘটনার নিন্দা জানিয়ে প্রকৃত দোষী ব্যক্তিদের দ্রæত আইনের আওতায় আনার দাবি করেন তারা।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্তে পুলিশ পাঠানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

 


এধরনের আরও সংবাদ