• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে করোনা সন্দেহে একজনের নমুনা সংগ্রহ

সাংবাদিকের নাম / ৫৩ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ করোনা সন্দেহে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যাথায় আক্রান্ত বিদেশ ফেরত এক ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নীরিক্ষার জন্য রংপুর মেডিকেল ও হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিকালে তার নমুনা সংগ্রহ পাঠানো হয় বলে জানান বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাশেম। বিদেশ ফেরত ওই ব্যক্তি বাড়ীতে এসেছেন প্রায় এক মাস হয়েছে।
ডাঃ আবুল কাসেম জানান, বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের এক ব্যক্তি জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যাথায় আক্রান্ত হলে করোনা পরীক্ষার জন্য আগ্রহ প্রকাশ করেন তিনি। পরে স্বাস্থ্য বিভাগ তার নমুনা করে। সেই সাথে তাকে পরিবারের সদস্যদের থেকে আলাদা থেকে তার বাড়ীতেই হোম কোয়ারেইনটেনে থাকার পরামর্শ দেয়া হয়।
স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, নমুন পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার অথবা রবিবার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পর বলা যাবে।
এদিকে বালিয়াডাঙ্গী উপজেলায় সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সারাদিনের মধ্যে মাত্র ৪ ঘন্টা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত গ্রহন করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। এছাড়াও মসজিদগুলোতে শুধুমাত্র ফরজ নামাজ পড়তে অনুরোধ করেছেন স্থানীয় ইসলামি ফাউন্ডেশন।


এধরনের আরও সংবাদ