• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:০৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক কর্মসুচি

সাংবাদিকের নাম / ৫৪ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের দিত্বীয় ঢেউ ঠেকাতে ঠাকুরগাঁওয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাঁচ কিলোমিটার জুড়ে কর্মসুচি পালিত হয়েছে। জেলা প্রশাসনে উদ্যোগে আজ সোমবার সকালে শহরের পুরাতন বাসস্টান্ড থেকে আর্টগ্যালারি মোড় পর্যন্ত এ কর্মসুচি পালিত হয়।
এসময় ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসাক কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান, সিভিল সার্জন মাহফুজার রহমানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন কর্মসুচিতে অংশ নেয়।
কর্মসুচি চলাকালে বক্তারা বলেন, করোনা ভাইরাসেই দিত্বীয় ঢেউ ঠেকাতে নিজেকেই সচেতন হতে হবে। বাড়ি বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। অন্যথায় আইনশৃংখলা বাহিনী মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করবে। এছাড়াও স্বাস্থ্যবিধি মানতে বেশকিছু পরামর্শও প্রদান করেন তারা।
পরে রাস্তায় চলাচলকারি যানবাহনের বাহক ও পথচারিদের মাস্ক পড়িয়ে দেন জনপ্রতিনিধি ও কর্মকর্তাগন।
কর্মসুচিতে সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক, স্কুল ও কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারো মানুষ অংশ নেয়।


এধরনের আরও সংবাদ