• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে করোনা উপসর্গ নিয়ে আরও এক নারীর মৃত্যু

সাংবাদিকের নাম / ৫৬ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে করোনা উপসর্গ নিয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে করোনা উপসর্গ নিয়ে সদর উপজেলার আকচা দক্ষিন বঠিনা গ্রামের রাণী (২৩) নামে এক গৃহবধূ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তাঁর স্বামীর বাড়ির লোকজন লাশ গ্রহণ করতে অস্বীকৃতি জানালে বাবার বাড়ি ওই ইউনিয়নের কশালবাড়িতে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করা হয়। তিনি করোনার উপসর্গ নিয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শ্বশুড়বাড়ির লোকজন তথ্য গোপন করায় দেরীতে ঐ নারীর নমুনা সংগ্রহ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। রাণী ওই এলাকার রাজার মেয়ে ও সদর উপজেলার আউলিয়াপুর কচুবাড়ি এলাকার আকবর আলীর স্ত্রী।
সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, তার স্বামীসহ শ্বশুড়বাড়ির লোকজন রাণীর লাশ নিতে অস্বীকৃতি জানায়। পরে তার বাবার বাড়িতে লাশ নিয়ে গেলে সেখানেও এলাকাবাসী লাশ দাফনে বাধা প্রদান করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে পাশ্ববর্তী কশালবাড়ি এলাকায় তার লাশ দাফন করা হয়।
এর আগে বৃহস্পতিবার করোনার উপসর্গ নিয়ে মারা যান বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের নেংটিহারা গ্রামের মইজউদ্দিনের ছেলে আব্দুল জলিল (২৩)।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাকিবুল আলম বিষয়টি নিশ্চিত করেন। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করা হয় বলে জানান তিনি।


এধরনের আরও সংবাদ