• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে করোনায় মারা গেলেন আরো একজন

সাংবাদিকের নাম / ৫৩ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে মারা যাওয়া ব্যাক্তির নমুনায় করোনা সনাক্ত হয়েছে। আজ রোববার দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল থেকে নমুনা পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য নিশ্চিত করেন জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলা স্বাস্থ্য বিভাগ কতৃপক্ষ জানায়, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মোরলহাট এলাকার মামুনুর রশিদ (৫৫) নামে এক ব্যাক্তি করোনা সন্দেহে ১৬ জুলাই সন্ধ্যায় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়। ভর্তির পর সে রাতেই মৃত্যুবরণ করেন । পরে মৃতদেহ থেকে সংগৃহীত নমুনার ফলাফল আজ পাওয়া গেলে দেখা গেছে তিনি করোনায় পজিটিভ ছিল। এছাড়া তিনি দীর্ঘদিন যাবৎ ক্রনিক কিডনি ডিজিজ এবং ব্রঙ্কিয়াল অ্যাজমা রোগে ভুগছিলেন বলে জানান হাসপাতাল কতৃপক্ষ।
এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান জানান, এখন পর্যন্ত ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ২৮৫ জন,যাদের মধ্যে ২১৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩ জনের।


এধরনের আরও সংবাদ