• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে করোনায় ঘরবন্দি আড়াই শতাধিক অসহায় মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ

সাংবাদিকের নাম / ৫০ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে করোনায় ঘরবন্দি আড়াই শতাধিক অসহায় মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলায় জমিরিয়া মাদ্রাসা মাঠে পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ এর উদ্যোগে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
এসময় ইফতার সাহেরির খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, লবন, গুড়া দুধ, চিনি, ছোলা, মুড়ি, খেজুর, আলু, পেয়াজ, সাবানসহ নিত্য প্রয়োজনীয় ১৬টি খাদ্য পন্য ২১ কেজি করে প্রত্যেক অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়।
বিতরন কার্যক্রমে তত্ববধানে সংস্থার সাধারণ সম্পাদক ও প্রকল্প পরিচালক হযরত মাওলানা ইমরান হোসেন হাবিবী, জমিরিয়া ইহ্ইয়াউল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি শরিফুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী যুবলীগের কোষাধক্ষ্য মোহাম্মদ বেলাল উদ্দিন,শিক্ষক মুহাম্মদ রবিউল আওয়াল,সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিরেন। করোনাকালে উপহার সামগ্রী পেয়ে খুশি হয়ে সংস্থাটি ধন্যবাদ জানায় অসহায় মানুষেরা।


এধরনের আরও সংবাদ