• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু নতুন আক্রান্ত-৩৯

সাংবাদিকের নাম / ৬৬ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে দিন দিন বাড়ছে করোনা রোগী সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো দুজন মারা গেছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৩৯ জন। আধুনিক সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি আছে ২৮ জন।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, সীমান্তবর্তী উপজেলাসহ জেলা সদরেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গেল ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৯ জন, বালিয়াডাঙ্গীতে ১৮ জন, রানীশংকৈলে ৪ জন, হরিপুরে ২ জন ও পীরগঞ্জে ৬ জনসহ ৩৯ করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।
আর দুজন মারা যাওয়া ব্যক্তি বালিয়াডাঙ্গী ও হরিপুর সীমান্তবর্তী উপজেলার বাসিন্দা। চলতি সপ্তাহে এ জেলায় মারা গেছে ৬ জন।
বর্তমানে এ জেলায় করোনায় রোগী সনাক্তের হার ৩৫ শতাংশ।
এ বিষয়ে আধুনিক সদর হাসপাতালের সিনিয়র মেডিসিন কনসালটেন্ট ডাঃ তোজাম্মেল হোসেন জানান, যেভাবে করোনা সক্রামন বাড়ছে তাতে করে হাসপাতালের শয্যা সংকটে পরতে যাচ্ছি। এ অবস্থায় সচেতনতা ও মাস্ক পরিধানের বিকল্প নেই।

 


এধরনের আরও সংবাদ