• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

সাংবাদিকের নাম / ২১৩ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

নিউজ ডেক্সঃ “পুলিশের সঙ্গে কাজ করি মাদক, জঙ্গি সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০ টায় পুলিশ সুপার কার্যালয় চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়।
র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন ও ৩- আসনের এমপি জাহিদুর রহমান, পুলিশ সুপার মনিরুজ্জামানসহ কমিউনিটি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া দিনটি উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে।


এধরনের আরও সংবাদ