• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে এসে ভাড়া বাড়িতে উঠার চেস্টা নিজ জেলায় ফিরলেন উওরা ব্যাংকের ম্যানেজার

সাংবাদিকের নাম / ৫৩ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ নীলফামারী জেলা থেকে একটি পরিবার ঠাকুরগাঁওয়ে এসে ভাড়া বাড়িতে উঠার চেষ্টাকালে খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জরিমানা করে ফেরত পাঠালেন ওই পরিবারের নিজ জেলায়। আজ জেলা শহরের ইসলামবাগ এলাকায় এ পরিস্থিতি সৃস্টি হয়।
পুলিশ জানায়, ঠাকুরগাঁও শাখার উওরা ব্যাংকের ম্যানেজার তার পরিবারকে নিয়ে লকডাউন জেলা নীলফামারী থেকে মাইক্রোবাস যোগে জেলা শহরের ইসলামবাগের একটি বাড়িতে ভাড়া বাসায় উঠার চেস্টা করছিল। এসময় স্থানীয়রা তাদের আটক করে সদর থানা ও উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন ও সদর থানার ওসি মোঃ তানভিরুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তগন উপস্থিত হন। ঘটনার সত্যতা নিশ্চিত হয়। এসময় ঠাকুরগাঁওয়ে প্রবেশ করায় মাইক্রো ড্রাইভারকে ৫হাজার টাকা জরিমানাসহ ওই পরিবারকে মাইক্রোসহ ঠাকুরগাঁও ত্যাগ করতে নির্দেশ দেন। পরে তারা ফিরে যান নিজ জেলায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান, বর্তমান পরিস্থিতিতে এক জেলার মানুষ অন্য জেলায় যেতে পারবেন না। তা জানতে পেরেও তারা এ জেলায় প্রবেশ করেছেন। প্রশাসন খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নিয়েছে। এ বিষয়ে স্থানীয়দের সচেতন থাকার আহবান জানান তিনি। আর বহিরাগতরা এ জেলায় প্রবেশ করলেই আইনশৃংখরা বাহিনীকে জানাতে পরার্মশও দেন তিনি।


এধরনের আরও সংবাদ