• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

সাংবাদিকের নাম / ৪৯ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৭ জুন, ২০২১

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে করোনায় ঘরবন্দি এক হাজার অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার হরিপুর উপজেলার জামুন উচ্চ বিদ্যালয় মাঠে কিং সালমান হিউমেনিটেরিয়ান এইড রিলিফ সেন্টারের অর্থায়নে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
এসময় একটি পরিবারের খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ কেজি তেল, ৩ কেজি চিনি ও ১ কেজি লবনসহ ৬টি খাদ্য পন্যের একটি করে প্যাকেট প্রত্যেক অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়।
বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন, সংগঠনটির প্রতিনিধি ড. ত্বোহা, আব্দুল খালেদ আল উসায়মি, মুহাম্মদ আহম্মেদ আদ জানাতি, স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। করোনাকালে খাদ্য সামগ্রী উপহার পেয়ে খুশি অসহায় পরিবারের মানুষেরা।

 

 


এধরনের আরও সংবাদ