• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান

সাংবাদিকের নাম / ৫১ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছে জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন জেলা শাখা। আজ বুধবার সকালে সংগঠনের কার্যালয়ের সামনে অসহায় দরিদ্র ১ হাজার শ্রমিক পরিবারের মাঝে চাল,ডাল, আলু ও সাবান বিতরণ করেন নেতারা।
এসময় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন জেলা শাখার সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক আব্দুল জব্বারসহ সকল কার্যকারি সদস্য ও সাবেক নেতারাও উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরনের সময় নেতারা বলেন, যতদিন করোনা সংকটে থাকবে দেশ আমরা এ সহায়তা অব্যাহত রাখবো। এছাড়া এ সংকট মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে সকলকে সর্তক থাকার আহবান জানান তারা।


এধরনের আরও সংবাদ