• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে এক স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা

সাংবাদিকের নাম / ৫১ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে শ্রাবণী রাণী নামে (১৪) ১০ম শ্রেণীর পড়–য়া স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যায় সদর উপজেলার আকচা ইউনিয়নের আশ্রমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আজ সন্ধ্যা আশ্রমপাড়া গ্রামের ভবেশ চন্দ্রের মেয়ে সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর পড়–য়া ছাত্রী শ্রাবণী রানীকে দুবৃত্তরা তার নিজ বাসায় কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্ররেণ করে। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকারিদের ধরতে মাঠে করছে করছে বলে জানায় পুলিশ।
সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত কুমার জানান, আমার পরিষদের ইউপি সদস্য খবর দিলে আমরা ঘটনাস্থলে আসি। পরে পুলিশকে খবর দেই। শ্রাবণী রাণ কে যখন হত্যা করা হয় তখন শুধু তার দাদা বাসায় ছিল। তার বয়স ৮৫ বছর তিনি অসুস্থ্য এক জন ব্যাক্তি। আর তার মা ও বাবা দুজনেই বাড়ির বাইরে ছিল। হত্যাকারিরা ঠিক এ সময়টাতে শ্রাবণী রাণ কে হত্যার পর পালিয়ে যায়।
এ বিষয়ে সদর থানার ওসি মোঃ তানভিরুল ইসলাম ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। আমরা আশা করছি দ্রæত সময়ের মধ্যে হত্যাকারিদের আইনের আওতায় আনা হবে।


এধরনের আরও সংবাদ