• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে এক ব্যবসায়ীকে হত্যা লাশ উদ্ধার

সাংবাদিকের নাম / ৪৮ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে এক ব্যবসায়ীকে হত্যার পর ফেলে রেখে পালিয়েছে দূর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। আজ সোমবার সকালে জেলার পীরগঞ্জ উপজেলার খটসিংগা এলাকা থেকে আশরাফ আলী নামে ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গেল রাতে ওই ব্যবসায়ীকে দুর্বৃত্তরা হত্যার পর খটসিংগা এলাকায় রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে আজ সকালে স্থানীয়রা নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে এখনো কাউকে আটক করা হয়নি। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি কারা এ হত্যা কান্ডের সাথে জড়িত।
এ বিষয়ে থানায় হত্যা মমলা দায়ের করা হবে বলে জানান পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়।
নিহত আশরাফ আলী ওই উপজেলার ২নং কোসারানীগঞ্জ ইউনিয়নের দলপতিপুর গ্রামের মৃত কালু মোহাম্মদের ছেলে।


এধরনের আরও সংবাদ