• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত ছয় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

সাংবাদিকের নাম / ৫৬ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে দুর্বত্তরা নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ছয় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে অবস্থা গুরুতর হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আজ রাত ৮টায় এ ঘটনা ঘটেছে বলে জানান পুলিশ।
পুলিশ জানায়, জেলা সদরের ভেলাজানের তেলিপাড়া গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে ব্যবসায়ী নজরুল ইসলাম বাড়ি ফেরার পথে দুর্বত্তরা পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর স্থানীয় লোকজন ও পরিবারের স্বজনরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে অবস্থা আশংকাজনক হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরিবারের লোকজন ও নজরুল ইসলাম অভিযোগ তার কাছে থাকা ৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, পরিবারের লোকজন থানায় অভিযোগ দেয়ার কথা রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বলা যাবে ঘটনার মুল রহস্য কি। এছাড়া আমরা সঠিক তথ্য নিশ্চিতে কাজ করছি।


এধরনের আরও সংবাদ