• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে এক পরিবারকে অজ্ঞান করে মালামাল লুট

সাংবাদিকের নাম / ৫৭ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ নাট্য অভিনেতা লিটু আনামের ঠাকুরগাঁওয়ের বাসায় দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পরিবারের স্বজনদের অজ্ঞান করে স্বর্নলংকার ও নগদ এক লক্ষ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সোমবার ভোররাতে শহরের আশ্রমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের লোকজন জানায়, সোমবার সকালে লিটু আনমের বাসার লোকজন নাস্তা খাওয়ার পর থেকেই কিছুটা খারাপ লাগছিলো সকলের। পরে সবাই দিনের বেলা ঘুমিয়ে পড়েন। পরে সন্ধ্যায় ঘুম ভাংলে ঘুমানোর আগে গেটে তালা দিয়ে সকলেই আবার ঘুমিয়ে পড়েন।
আজ মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজা খোলা এবং বিভিন্ন আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। সেই সাথে আলমারি থেকে নগদ এক লক্ষ টাকা ও স্বর্নলঙ্কার চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় সদর থানা পুলিশ ওই বাসা থেকে বিভিন্ন খাবার আলামত হিসাবে জব্দ করেছে। সেটি রাসায়নিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে জানায়।
ঠাকুরগাঁও থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান,ধারনা করা হচ্ছে খাবারের সাথে চেতনা নাশক ওষুধ মিশিয়ে পরিবারের লোকদের অজ্ঞান করে চুরির ঘটনা ঘটানো হয়েছে। আমরা বলে সন্দেহ করা হচ্ছে।


এধরনের আরও সংবাদ