নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে আইসোলেশনে থাকা একই পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত নন বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে থাকা সদর উপজেলার ভেলাজান গ্রামের আড়াই বছরের শিশুসহ একই পরিবারের ৫ ব্যক্তি করোনায় আক্রান্ত নয় বলে মঙ্গলবার সকালে আইইডিসআর এর বরাত দিয়ে নমুনা পরিক্ষার কথা ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই পরিবারের ৫ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশনে পাঠান ঠাকুরগাঁও প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। সেখানে গত রবিবার তাদের রক্ত-কফসহ নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
পরে পর দিন তাদেরকে রামেক থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ফেরত পাঠালে হাসপতালের আইসোলেশনে ভর্তি করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম তথ্য নিশ্চিত করে বলেন, পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত সবাইকে বাড়িতে থাকতে হবে। সেই সাথে সরকারের পক্ষ থেকে দেয়া বরাদ্দ অসহায় মানুষকে জেলা প্রশাসনের কর্মকর্তা পৌছে দিচ্ছে। কেউ আতংকিত না হয়ে সংকট মোকাবেলায় বৃত্তবানদের এগিয়ে আসার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন তিনি।