• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে উপকারভোগীদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান

সাংবাদিকের নাম / ৫৩ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতিতে ঠাকুরগাঁওয়ে প্রকল্পের উপকারভোগীদের মাঝে জরুরী ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুরে সদরের আকচা ইউনিয়নের বলদিয়াপুকুর কালভেরী ব্যাপ্টিস্ট চার্চ এ উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প উত্তর ঠাকুরগাঁও বিডি এর আয়োজনে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
এসময় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প উত্তর ঠাকুরগাঁও এর চেয়ারম্যান পালক প্রদীপ চন্দ্র রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প উত্তর ঠাকুরগাঁও বিডি এর প্রকল্প ব্যবস্থাপক সুব্রত হালদার, হিসাব রক্ষক নথলিয়েল বিশ্বাস, আকচা ইউনিয়ন পষিদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, ইউপি সদস্য পরিমল চৌধুরী ইউনিয়ন আ’লীগের ওয়ার্ডের সাধারণ সম্পাদক কলেন মর্মাসহ অনেকে।
অনুষ্ঠানে ২৫৭ জন শিশু ও প্রত্যেক পরিবারকে ১৪ কেজি চাল, ডাল দেড় কেজি, তেল আধা কেজি, আলু ৪ কেজি, সাবান ২পিচ, মাস্ক ৫ পিচ প্রদান করা হয়। আমন্ত্রিত অতিথিরা বলেন করোনাকালীন সময়ে সংগঠনটির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে সহায়তা করার আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে বলে জানান তারা।


এধরনের আরও সংবাদ