• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে উধাও হওয়া বয়স্ক ভাতার টাকা বুঝে দিল ব্যাংক কর্তৃপক্ষ

সাংবাদিকের নাম / ৫১ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সোনালী ব্যাংকের হিসাব নম্বর ৭৬৯৭৭ থেকে মরজিনা বেগম নামে এক বৃদ্ধ মহিলার বয়স্ক ভাতার উধাও হওয়া ১৩ হাজার টাকা বুঝে দিল ব্যাংক কর্তৃপক্ষ।
গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি সংবাদ সময় নিউজ ২৪ এ প্রকাশ হলে কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হয়। পরে ওই দিন সন্ধ্যায় ওই মহিলাকে ডেকে নিয়ে তার পাওনা টাকা বুঝিয়ে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। এসময় তার পাওনাদি টাকা বুঝে পেলে মরজিনা বেগম স্বাক্ষতির একটি কপি কর্তৃপক্ষকে প্রদান করেন।
উল্লেখ্য, একাউন্ট টাকা উধাও হওয়ার পর মরজিনা বেগম এ ঘটনায় বয়স্ক ভাতার টাকা চেয়ে গত বৃহস্পতিবার উপজেলা সমাজসেবা অফিসার বরাবর লিখিতভাবে আবেদন করেছিলেন।
এ বিষয়ে সোনালী ব্যাংক বালিয়াডাঙ্গী শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলাম জানান, অনেক সময় ভুলবশত অন্য অ্যাকাউন্টে ডেবিট হয়ে যায়। বয়স্ক ভাতার টাকা সংক্রান্ত সংবাদ প্রকাশ হলে তাৎক্ষনিকভাবে বিষয়টি নজরে আসে। পরে সন্ধ্যায় তার পাওনা টাকা বুঝে দেয়া হয়।


এধরনের আরও সংবাদ