• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন ইয়র্ক প্রবাসী

সাংবাদিকের নাম / ৫১ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২০

নিউজ ডেস্কঃ নিউ ইয়র্কে বসবাসরত ঠাকুরগাঁওয়ের আসাদ রহমান নামে এক প্রবাসীর দেয়া অর্থে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ১৩৫ টি পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে প্রবাসী পরিবারের পক্ষ থেকে গড়েয়া বাজার এলাকায় কর্মহীন মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ৭কেজি চাল, ১কেজি ডাল, ১ কেজি তেল, ২কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি ছোলাবুট, ১ কেজি চিড়া, দু প্যাকেট সেমাই , ১ কেজি চিনি, ১ কেজি লবন ও দুটি সাবান দেওয়া হয়েছে। সংকট সময়ে এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি স্থানীয়রা।
নিউইয়র্ক প্রবাসী আসাদ রহমান এবং এএফ নিশান জানান, আমরা মহামারি করোনায় রোজা ও ঈদকে সামনে রেখে ইফতার ও ঈদের উপহার সামগ্রী তুলে দেওয়ার চেষ্টা করেছি, নিজের জন্ম ভূমির লোকজনকে সংকট সময়ে সহযোগীতা করতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। বাংলাদেশে থেকে যারা এ কাজে সহযোগিতা করেছেন, ইমরান হোসেন, নসিব হাসান, তৌফিক হাসান, শাহাদাত রহমান,শাজাহান ইসলাম সকলকে কৃতজ্ঞতা জানান।


এধরনের আরও সংবাদ