• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ইটভাটা মালিককে জারিমানা

সাংবাদিকের নাম / ৫৮ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটা বন্ধে মাঠে নেমেছে প্রশাসন। ইটভাটায় কয়লার পরিবর্তে খড়ি দিয়ে ইট তৈরি করায় সদর উপজেলার কেএমব্রিক্স ইটভাটায় অভিযান চালায় প্রশাসন।

অভিযানের সময় ফায়ার সার্ভিসের কর্মীদের দিয়ে ভাটা বন্ধ করে দেয়ার উদ্যোগ নেয় প্রশাসন। পরে শুধু ওই ইটভাটার মালিক মুশারুল হককে ১ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম। আজ বুধবার বিকেলে রাজাগাঁ ইউনিয়নের খড়িবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে শুধু জরিমানা আদায় করে ইটভাটা মালিকদের ভাটা চলমান রাখার সুযোগ করে দেয়ায় ক্ষিপ্ত হন স্থানীয়রা। স্থানীয় এলাকাবাসি ও কৃষকদের দাবি যেহেতু অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছে ভাটা মালিকরা। আর বেশিরভাগ ইটভাটা কৃষি জমির উপড় তাই এসব অবৈধ ইটভাটা অবিলম্বে বন্ধের আহবান জানান।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম জানান, আজ ইটভাটার মালিক মুশারুল হককে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে অবৈধ ইটভাটা বন্ধের ব্যবস্থা নিবো। একইদিনে ইটভাটা মালিককে জরিমানার পাশাপাশি ওই এলাকাতেই ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মালিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
উল্লেখ্য, জেলা প্রশাসনের তথ্য মতে, জেলায় শাতাধিক ইটভাটা চলমান রয়েছে। এর মধ্যে বেশিরভাগ ইটভাটার লাইসেন্স নেই।


এধরনের আরও সংবাদ