নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে আলোচিত হিরা হত্যা মামলার দুই আসামী জাকির হোসেন ও মোঃ খালেককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদলতের বিচারক বিএম তারিকুল কবির এ রায় প্রদান করেন।
মামলার বিবরনে জানা যায়, জানা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০১৪ সালে ১০ আগষ্ট সন্ধ্যায় শহরের শান্তিনগর এলাকার নিজ বাসায় সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে ইমাম হোসেন হিরাকে। এ ঘটনায় হিরার ভাই শাহাজাহান বাদি হয়ে জাকির হোসেন, মোঃ খালেক ও খোতেজা বেগমকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
সাক্ষ্য প্রমাণের ভিত্তি আজ আদালতের বিচারক জাকির হোসেন, মোঃ খালেককে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেয়। অপর আসামী খোতেজা বেগমের বিরুদ্ধে দোষ প্রমানীত না হওয়ায় তাকে খালাস প্রদান করা হয়।
এ বিষয়ে রাস্ট্র পক্ষের আইনজীবী মোঃ আব্দুল হামিদ জানান এ রায়ে আমরা সন্তুস্ট। আর আসামী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মোস্তাক আলম টুলু জানান, আমরা উচ্চ আদালতে যাবো।
কারাদন্ড প্রাপ্তরা হলেন সদর উপজেলার দক্ষিন সালন্দরের নজরুল ইসলামের ছেলে।