• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে নানা আয়োজন

সাংবাদিকের নাম / ৭০ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন ২০২১। মুলপ্রতিবাদ্য বিষয়ঃ“Literacy for a human-centered recovery: narrowing: the digital divide.” আয়োজনে ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। স্থানঃ বান্দিগড় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, বেগুনবাড়ি, ঠাকুরগাঁও।

আজ ৮ সেপ্টম্বর ২০২১ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এক বর্নাঢ্য রেলী ও আলোচনার সভার মধ্য দিয়ে বালাপাড়া, স্কুল সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন নেনসন সরেন, প্রোগ্রাম অফিসার ঠাকুরগাঁও, এপি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বনি আমিন, চেয়ারম্যান ১২ নং বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদ, ঠাকুরগাঁও সদর, বিশেষ অতিথিঃ মোঃ মতিয়র রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, ১৫০ নং পকাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ গোলাম সারওয়ার মোর্শেদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বান্দিগড় দ্বিমুখি উচ্চ বিদ্যালয়, বেগুনবাড়ি। মোঃ এস এম মুনতাসির আলম, সাধারণ সম্পাদক, বালাপাড়া, যুব কল্যাণ সংস্থা।

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন ২০২১ উদযাপন উপলক্ষে উপস্থিত অতিথীবৃন্দ তাদের মুল্যবান বক্তব্যে বলেন নিঃরক্ষরতা একটি অভিশাপ, একবিংশ শতাব্দীতে এসে সরকারের পাশাপাশি আমরাও চেষ্টা করে যাচ্ছি দেশ থেকে নিস্বাক্ষরতা দূর করে আলোর পথে আসার জন্য। উপস্থিত স্থানীয় এলাকাবাসির উদেশে বলেন।

বিশ্বের সাথে তালমিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে তাই আমদেরকেউ এই অভিশাপ থেকে বেড়িয়ে আসতে হবে। আপনারা জানেন আজ যেখানেই যান সেখানেই অন্ততপক্ষে আপনার স্বাক্ষরজ্ঞান থাকতে হবে, সেটা প্রতিটি ক্ষেত্রে। তানা হলে আপনি কোন কাজ করতে পারবেন না।

তাই আসেন বিশ্বের সাথে এক মত হয়ে আমরাও এই আন্দোলনকে সাফল্য মন্ডিত করি। পরিশেষে উক্ত সভায় সভাপতি সকলকে ধন্যবাদ ও সুস্থ্য কামনা করে সভা সমাপ্তি ঘোষণা করেন।


এধরনের আরও সংবাদ