• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে নি:স্ব ১৫টি পরিবার

সাংবাদিকের নাম / ৫১ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ রান্না ঘরের আগুনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অগ্নিকাণ্ডে ১৫টি পরিবারের ৩০ ঘর পুড়ে গেছে। সেই সাথে আগুনে পুড়ে মারা গেছে ২টি গরু ও ৫টি ছাগল। বুধবার বিকাল ৫টায় উপজেলার ভানোর ইউনিয়নে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়ে আশপাশের প্রায় ১৫টি পরিবারের ২৭টি বাড়ী পুড়ে গেছে। এতে ৪ লাখ ২০ হাজার টাকা ক্ষতি হয়েছে। এছাড়াও প্রায় ৭ লাখ টাকার মালামাল রক্ষা করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।


এধরনের আরও সংবাদ