• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:২১ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিলেন চেম্বারের নেতা

সাংবাদিকের নাম / ৫৮ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ করোনা সংকট মোকাবেলায় ঠাকুরগাঁওয়ে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে চেম্বার অব কমার্সের পরিচালক ও জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক এসএম সাওন চৌধুরী। তিনি আজ ব্যাক্তিগত উদ্যোগে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ১২০ জন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় স্থানীয় এলাকাবাসিদের সাথে নিয়ে প্রত্যেক পরিবারকে চাল,ডাল,আলু,তেল,চিড়া ও সাবান বিতরণ করেন। এসময় তিনি বলেন, করোনা ভাইরাসে দেশের এই সংকটময় মুহূর্তে আসুন আমরা সকলে যে যার অবস্থান থেকে কর্মহীন সাধারণ মানুষের মাঝে কিছু হলেও খাবার সামগ্রী বিতরণ করি। তাহলে কেউ আর না খেয়ে থাকবে না। এসব পরিবারকে খাবার সামগ্রী বিতরণ করার সময় তিনি আরো বলেন, আমি আমার ব্যাক্তিগত উদ্যোগে এ সংকট মোকাবেলায় যতটুকু পারি সাহায্য করতে থাকবো। পাশাপাশি বৃত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান তারা।


এধরনের আরও সংবাদ