• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে অসহায় পরিবারের মাঝে গবাদী পশু বিতরণ

সাংবাদিকের নাম / ১০৬ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ে বিনামুল্যে অসহায় পরিবারের মাঝে গবাদী পশু (গরু) বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের সাবেক পরিচালক মজিরুল ইসলামের উদ্যোগে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ সিনিয়র আলীম মাদ্রাসা প্রাঙ্গনে গবাদী পশু বিতরণ করা হয়।
স্থানীয়রা জানান, মজিরুল ইসলাম তিনি বর্তমানে রাজধানী ঢাকার বাসিন্দা হলেও নিজ জন্মস্থান ঠাকুরগাঁওয়ের মানুষের দুঃখ দূর্দশার কথা চিন্তা করে প্রতি বছরের মতো এবারেও এলাকার মানুষের হাতে তুলে দেন গবাদি পশু (গরু)। আর এসব গরু লালন পালন করে পরিবারে সাবলম্বী হবেন এলাকার দরিদ্ররা।
এলাকার মানুষগুলো পরিবার পরিজন নিয়ে ভাল থাকার জন্যই তিনি এমন মহৎ কাজ করছেন প্রায় ১৬ বছর ধরে। এরই মধ্যে তার দেয়া বকনা গরু লালন পালন করে অনেকেই সাবলম্বী হয়েছেন।
এসময় মজিরুল ইসলাম জানান, আমি এলাকার মানুষের কস্ট লাঘবে গবাদি পশু বিনামুল্যে অসহায় দরিদ্র পরিবারগুলোকে দিয়ে আসছি এক যুগের বেশি সময় ধরে। যতদিন বেচে থাকবো ততদিন প্রতি বছরের মত ১০ থেকে ১৫টি করে বকনা গরু প্রদান করবো। তারা যেন ভাল থাকতে পারে।

 


এধরনের আরও সংবাদ