• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে অসহায়দের পাশে ঈদ উপহার নিয়ে ৯৩’ ফাউন্ডেশন

সাংবাদিকের নাম / ৬১ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২০

নিউজ ডেস্ক: মানুষ মানুষের জন্য। যার কারণে মহামারি করোনার এমন দুর্যোগে অনেকেই এসে পাশে দাঁড়িয়েছেন গরিব দুঃখীদের। যার যার সামর্থ্য অনুযায়ী সবাই চেষ্টা করছেন সবার পাশে থাকতে।

তেমনি এক নজির স্থাপন করেছে ঠাকুরগাঁওয়ের ৯৩’ ফাউন্ডেশন । তারা পরিবারের জন্য ঈদের কেনাকাটা না সে টাকায় বন্ধুরা মিলে নিম্নবিত্ত, অসহায় মানুষের পাশে বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত।

৯৩’ ফাউন্ডেশনের বন্ধুরা মিলে এখন পর্যন্ত ঈদ উপহার হিসেবে ৩৫০ জনের মাঝে খাদ্য বিতরণ করেছেন।

ক্ষুদ্র পরিসরে হলেও খাদ্য বিতরণের এ ধারাবাহিকতা ধরে রাখতে চান তারা।

এ প্রসঙ্গে ৯৩’ ফাউন্ডেশনের সভাপতি ডা: শেখ মাসুদ বলেন, বিবেকের তাড়নায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আমাদের আরো বড় পড়িসরে মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে আছে। জানিনা কতটুকু পারব। তবে চেষ্টা করব করোনার এমন দুর্যোগের সময় আমাদের এই প্রচেষ্টা ধরে রাখতে।


এধরনের আরও সংবাদ