• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে অসচেতনতায় দুই শিশুর মৃত্যু

সাংবাদিকের নাম / ৮৭ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২১ জুলাই, ২০২১

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে জেলার হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের কিসমত গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিসমত গ্রামের শাহ্ আলমের মেয়ে শিমু আক্তার (৮) ও জান্নাতুন (৬)। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত জানান, বুধবার দুপুরে বাসা থেকে খাওয়া করে শিমু ও জান্নাতুন বাড়ির থেকে বের হয়ে খেলতে যায়। দীর্ঘক্ষণ তারা বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হয়। এ সময় বাড়ির পাশে খালে জমে থাকা পানিতে দুই বোনের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে সেখান থেকে মৃত অবস্থায় শিশু দুজনকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে হরিপুর থানার তদন্ত কর্মকর্তা আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনা অত্যান্ত মর্মান্তিক। তাই সকল অভিভাবকে এ বর্ষার সময়ে শিশুদের নজর রাখার পরামর্শ প্রদান করেন


এধরনের আরও সংবাদ