• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল পরিবারটি

সাংবাদিকের নাম / ৫১ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১ মার্চ, ২০২১

নিউজ ডেস্কঃ ব্যবসায়িক কাজ শেষ করে বাড়িতে ফিরে পরিবারের লোকজন নিয়ে ঘুমিয়েছিলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মুদি দোকান ব্যবসায়ী সমর সাহা। গভীর রাতে পেট্রোল দিয়ে তার বাড়ীতে আগুন লাগানোর চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে অল্পের জন্য প্রাণে বেঁচেছে পরিবারটি। গেল রোববার (২৮ ফেব্রুয়ারি) ভোররাত পৌনে চারটার সময় উপজেলার বালিয়াডাঙ্গী-নেকমরদ রোডের এন্তা স-মিল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সমর সাহা উপজেলার দুওসুও মাস্টারপাড়া এলাকার লাল মহন সাহার ছেলে ও বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারের মুদি দোকান ব্যবসায়ী। এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বালিয়াডাঙ্গী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সমর সাহা। সমর সাহা ও প্রভাত সাহা জানান, আমাদের সঙ্গে কারো ধরণের কোন শত্রুতা নেই। আমরা ব্যবসা করি। এ ঘটনায় পুরো পরিবার দু:শ্চিন্তা ও নিরাপত্তাহীনতায় দিন পার করছি। এ বিষয়ে লিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, পুলিশ অভিযোগ পেয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।


এধরনের আরও সংবাদ