• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে অটো চালককে কুপিয়ে আহত করেছে

সাংবাদিকের নাম / ৪৬ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১৮ জুন, ২০২১

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও শহরের এসিল্যান্ড বস্তির শাহিন ইসলাম নামে এক অটো চালককে কুপিয়ে আহত করেছে স্থানীয় এক ব্যক্তি। আজ শুক্রবার দুপরে জেলা শহরের গোবিন্দনগর কাউন্সিলর মার্কেটের পাশে এঘটনা ঘটে বলে জানান আহত শাহিন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
অটো চালক শাহিনের অভিযোগ পরিচিত ব্যক্তি ফরিদের ডাকে অটো ভারায় বেশকিছু বাঁশ নিয়ে যায় গোবিন্দনগর কাউন্সিলর মার্কেটের পাশে। এসময় ফরিদ ওই মার্কেটের পাশের জমির খাল খননে সহায়তা চায় অটো চালকের কাছে। অটোচালক তার কথায় জমির মাটি কাটতে থাকে। কোন কিছু বুঝে উঠার আগেই ক্যাম্পপাড়ার দিপক নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তাকে কোপ দেয়। পরে শরিরে যখম হলে রক্ত খনন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ফরিদ ও দিপকের বাবার সাথে জমি বিরোধের জের থাকতে পারে বলে জানান তিনি। এ বিষয়ে তিনি থানার আশ্রয় নিবেন বলে জানান।


এধরনের আরও সংবাদ