• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:০৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে দুজন মৃত্যুর ঘটনায় অনুন্ধানে আইইডিসিআর এর গবেষক দল কাটছে না আতঙ্ক

সাংবাদিকের নাম / ৫২ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে একই পরিবারের দুজনের মৃত্যু ঘটনায় তথ্য উপাত্ত সংগ্রহে ঠাকুরগাঁওয়ে পৌছেছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের গবেষক দল। ইতোমধ্যে সদর হাসপাতালে ভর্তি থাকা স্বজনদের কাছ থেকে নমুনা সংগ্রহ করেছে তারা। ঘটনার চারদিন পেড়িয়ে গেলেও নিহতের গ্রামে আতঙ্ক কাটনি এখনো।
গেল শুক্রবার ও শনিবার জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে একই পরিবারের দুই সদস্য মিনা বেগম ও পশিনা বেগম নামে দুই নারী মারা যায়। এর পর পরেই অসুস্থ্য হয়ে আরো তিন সদস্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনার পর সনগাঁও গ্রামের আশপাশ এলাকায় ছড়িয়ে পরে আতঙ্ক। মৃত্যু কারন জানাতে ঘটনার দিন জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে চিকিৎসকরা ঘটনাস্থল পরিদর্শন করে কারন নিশ্চিত করতে না পারায় গতকাল সন্ধ্যা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের চার সদস্যের গবেষক দল আসেন ঠাকুরগাঁওয়ে। রাতেই হাসপাতালে ভর্তি থাকা স্বজনদের কাছ থেকে সংগ্রহ করেন নমুনা। কারন অনুসন্ধানে আজ সকাল থেকে সনগাঁও গ্রামে আসেন আইইডিসিআর এর গবেষক দলটি। সেখানে তথ্য উপাত্ত সংগ্রহে কথা বলেন পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীদের সাথেও। এ ঘটনার পর থেকে সনগাঁও গ্রামসহ আশপাশের এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে।
স্বজন ও স্থানীয়রা জানান, এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এক দিনের ব্যবধানে দুজন কেন মারা গেল সেটাই আমরা জানতে চাই। অনেকে ভয়ে ওই বাসায় যাচ্ছে না বলে জানান তারা।
এ বিষয়ে ঠাকুরগাঁও সিভিল সার্জসন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার আইডিসিআর থেকে ৪ সদস্যের মেডিক্যাল টিম এসে ইতোমধ্যে অসুস্থ্য রোগীদের কাছ থেকে তথ্য উপাত্ত ও নমুনা সংগ্রহ করেছে। বর্তমানে তারা সনগাঁও গ্রামে অনুসন্ধান চালাচ্ছে। এসব নিয়ে ঢাকায় যাবেন। পরবর্তিতে জানা যাবে প্রকৃত কারন। তবে আতঙ্কের কিছুই নেই বলে জানান স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। সবাইকে স্বাভাবিকভাবে বসবাসের পরামর্শ দেন তিনি।
দুজন মারা যাওয়ার পর অসুস্থ্য হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে এখনো ভর্তি আছে তানজিনা আক্তার, হাজেরা খাতুন ও আলেয়া আক্তারসহ তিনজন।


এধরনের আরও সংবাদ