• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলাকে লকডাউন ঘোষনা

সাংবাদিকের নাম / ৫৫ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস প্রতিরোধে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় এক জরুরী সভায় এ সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম।
উপজেলা নির্বাহী অফিসার জানান, ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্নস্থান থেকে উপজেলার নিজ বাড়িতে প্রবেশ করে কর্মজীবী মানুষেরা। তাই করোনা ভাইরাস প্রতিরোধে হরিপুর উপজেলাকে লকডাউন করা হয়েছে। বৃহস্রাপতিবার ১২টার পর থেকে ২৪ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।
পুলিশ জানায়, লকডাউন চলমান থাকায় অন্য উপজেলার মানুষ এ উপজেলায় প্রবেশ করতে পারবে না। সেই সাথে এ উপজেলার মানুষ অন্য উপজেলায় যেতে পারবে না। আর যারা ইতোমধ্যে বাহির থেকে আসছে তাদের হোম কোয়ারেইন্টেনে থাকতে পুলিশ কাজ করে যাচ্ছে। তবে খাদ্যপণ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী গাড়ি আওতামুক্ত থাকবে। ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকলেও নিত্য প্রয়োজনীয় দোকান খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিরুজ্জামান জানান, লকডাউন বাস্তবায়নে পুলিশ সাধারণ মানুষকে সতর্ক করে যাচ্ছে। কেউ লকডাউন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
হরিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম জানান, ইতোমধ্যে এ উপজেলায় অনেক মানুষ বাহির থেকে প্রবেশ করেছে। বিশেষ করে ঢাকা ও নারায়নগঞ্জ থেকে। সে কারনে জরুরী মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে ১৪ দিনের জন্য উপজেলাকে লকডাউন করা হয়েছে।
এ জেলায় প্রথম হরিপুর উপজেলাকে লকডাউন ঘোষনা করেছে প্রশাসন।


এধরনের আরও সংবাদ