• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের সড়ক দূর্ঘটনায় একজন নিহত

সাংবাদিকের নাম / ৭১ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় আকতারুজ্জামান ডাবলু (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার সকালে দিনাজপুর-রণশিয়া পাকা সড়কের বৈরচুনা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পীরগঞ্জ থেকে পিকআপ ভ্যানটি বৈরচুনা যাওয়ার পথে অপরদিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী রক্ত খননে ঘটনাস্থলেই মারা যায়। নিহত ডাবলু জেলার হরিপুর উপজেলার যাদুরানী গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে। সে উপজেলার বৈরচুনা গাজাংপাড়া গ্রামে শশুর বীরমুক্তিযোদ্ধা বীরপ্রতিক মৃত রফিজ উদ্দিনের বাড়িতে ঈদে বেড়াতে এসেছিল বলে জানা গেছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করার প্রস্তুতি চলছে। দুর্ঘটনা খতিয়ে দেখে আইনী প্রদক্ষেপ নেয়া হবে।


এধরনের আরও সংবাদ