নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী উপজেলা বালিয়াডাঙ্গী হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপজেলাটিতে দিন দিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অক্সিজেনের অভাবে হাসপাতাল কর্তৃপক্ষ সেবা প্রদানে হিমসিম খাচ্ছিল। আশংকাজন রোগীদের অক্সিজেন সাপোর্ট নিতে আসতে হতো জেলা সদর হাসপাতালসহ প্রাইভেট ক্লিনিকে।
এ অবস্থায় উপজেলা প্রশাসনের সহায়তায় হাসপাতালটিতে সেন্ট্রাল অক্সিজেন স্থাপনের উদ্যোগ নেয়ায় এখন এক সাথে ২০-২৫ জন রোগী অক্সিজেনের সাপোর্ট পাবে। যার ব্যয় ধরা হয়েছে ২০ লাখ ৫০ হাজার টাকা। এতে এলাকার মানুষের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। ফলে ভারতের কাছাকাছি সীমান্তে বসবাসরত মানুষেরা করোনায় আক্রান্ত হলে দ্রুতই অক্সিজেন সাপোর্ট পাবেন এ হাসপাতালটিতে।
বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল জানান করোনা প্রাদূর্ভাবে উপজেলা প্রশাসনের অর্থায়নে উপজেলা হাসপাতালটিতে সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করা হয়েছে। এতে এ উপজেলার সীমান্তবর্তী উপজেলার মানুষ স্বাস্থ্য সেবায় অনেকটাই উপকার পাবে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবুল কাসেম জানান, সীমান্তবর্তী
উপজেলা হিসেবে করোনা রোগীর সংখ্যা বেশি। তাই অক্সিজেন সাপোর্টসহ চিকিৎসা সেবা দিতে হিমসিম থেতে হতো। সেন্ট্রাল অক্সিজেন চালুর ফলে আশংকাজনক রোগীকেও এখন আমরা সেবা দিতে পারবো। অক্সিজেনের জন্য আর সদরে গিয়ে চিকিৎসা নিতে হবে না।