• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:০০ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের মানবিক সংগঠন বাতিঘরের উদ্যোগে ঈদ সামগ্রী প্রদান

সাংবাদিকের নাম / ৫৪ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁওয়ের মানবিক সংগঠন বাতিঘরের উদ্যোগে ঈদ সামগ্রী উপহার দিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ। ঈদের আগে জেলা সদরে ৪৩টি পরিবারকে ঈদ উপহার প্রদান করেন তারা। মুল উদ্যোক্তা মোঃ শাহীনূর ইসলাম শাহীন, প্রধান উপদেষ্টা ডাঃ হাবীব রসুল লিটন ও মাহাবুর আলম সোহাগসহ অনেকে সংগঠনটি পরিচালনা করছেন। ঈদ উপহার প্রদানে সময় শাহীনূর ইসলাম শাহীন জানান, গত একবছর ধরে স্বল্প পরিসরে বাতিঘর এর এই উদ্যোগগুলো চলমান রয়েছে শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায়। পাশাপাশি ২ জন মেধাবী ছাত্র ও একজন ছাত্রীর নিয়মিত পড়াশোনার খরচ বহন করছে বাতিঘর। সাথে গত ১ বছর যাবৎ ২ জন অসহায় বিধবা মহিলাকে প্রতিমাসে নির্দিষ্ট পরিমান অর্থ সহায়তা প্রদান করছে “প্রতিতি রিয়ালাইজেশন” চ্যারিটি নামক একটি মানবিক প্লাটফর্ম বাতিঘরের সৌজন্যে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।


এধরনের আরও সংবাদ