• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের খাদ্য নিয়ন্ত্রক পিআইও ইউপি চেয়ারম্যানসহ ৬জনকে কারাগারে প্রেরন

সাংবাদিকের নাম / ৪০৭ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

নিউজ ডেস্কঃ অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযানে আটক হওয়া ঠাকুরগাঁও সদরের খাদ্য নিয়ন্ত্রক, পিআইও, ইউপি চেয়ারম্যানসহ ৬জনকে কারাগারে প্রেরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হাসানুজ্জামান এ নির্দেশ দেন।
আজ দুপুরে দুদক দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা প্রিজন ভ্যানে আটককৃতদের জেলা ও দায়রা জজ আদালতে তাদের হাজির করেন। এসময় আটককৃতদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন বিচারক মোঃ হাসানুজ্জামান।
উল্লেখ্য, ভুয়া ৫টি প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে বুধবার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ, সদর উপজেলা খাদ্য গুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাবুদ্দিন, সদরের উপজেলার গড়েয়া খাদ্য গুদামের কর্মকর্তা মাইদুল ইসলাম, সদরের শিবগঞ্জ খাদ্য গুদামের সাবেক কর্মকর্তা গোলাম মোস্তফা, সদর উপজেলার সাবেক প্রকল্প কর্মকর্তা গোলাম কিবরিয়া ও সদর উপজেলার ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মনকে আটক করে দুদক।


এধরনের আরও সংবাদ