নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে খাদ্য গুদাম থেকে চাল ও গম চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা খাদ্য নিয়ন্ত্রক চার সদস্য বিশিষ্ট্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন। আগামী তিন দিনের মধ্যে ওই তদন্ত কমিটিকে রিপোর্ট দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, গত রাত ১২টার পর জেলার হরিপুর উপজেলার যাদুরানী হাট খাদ্য গুদামের লোকজন গুদামের ভেতর থেকে ৫০ কেজি ওজনের চাল ও গমের বস্তা চুরি করে ভ্যানে উঠিয়ে অনত্র নেয়ার চেস্টা চালায়। এসময় স্থানীয়রা তাদের হাতে নাতে আটক করে প্রশাসনকে খবর দেয়। সেখানে আরো কয়েকটি খালি ভ্যান দাড়িয়ে থাকলেও মুহুর্তেই তারা পালিয়ে যায়। পরে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে ২ বস্তা চাল ও ৪ বস্তা গম উদ্ধার করে প্রশাসনের হস্তক্ষেপে রাখেন। ওই গুদাম থেকে এর আগেও চাল ও গম পাচারের অভিযোগ রয়েছে বলে জানায় স্থানীয়রা। এ বিষয়ে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান কোন মন্তব্য করতে রাজি না হলেও তিনি জানান এর সাথে তিনি কোন ভাবেই জড়িত নন।
এ বিষয়ে সত্যতা স্বীকার কারে জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন জানান, এ ঘটনায় জেলা খাদ্য নিয়ন্ত্রক চার সদস্য বিশিষ্ট্য একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। যা আগামী তিন দিনের মধ্যে ওই তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্টের পর বলা যাবে এর সাথে আমাদের কেউ জড়িত আছে কি না।