• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের কৃষক/কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিকের নাম / ২৬৫ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলোজি প্রোগ্রাম (ফেজ-) এন এটিপি-২ প্রকল্পের এক দিনের কৃষক/কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ফেরোমন ট্রাম্প ব্যবহারের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন এবং সিআইজি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় গড়েয়া ও শুখান পুকুরী ইউনিয়নের ৬০ জন কৃষক /কৃষাণী অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মঞ্জুআলম সরকার, বিশেষ অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার, কৃষ্ণ রায়।
এছাড়াও কৃষি সম্প্রসারণ অফিসার ও সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি অফিসার বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এধরনের আরও সংবাদ