• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের ইউপি চেয়ারম্যান মুকুলকে ৫০ হাজার টাকা জরিমানা

সাংবাদিকের নাম / ৫৩ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ সরকারি নির্দেশ অমান্য করায় ঠাকুরগাঁও সদর উপজেলার মাহাবুব আলম মুকুলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার বিকেলে
ঠাকুরগাঁও সদর উপজেলার ১২ নং সালান্দর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল ইউনিয়ন পরিষদের সামনে সরকারি নির্দেশ অমান্য করে মাদকবিরোধী মতবিনিময় সভার নামে জনসমাবেশ করে। এ অভিযোগে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়, মাদক বিরোধী সভায় সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম মুকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা: মাজেদুল হক, সাধারণ সম্পাদক আবু দাইয়াম জনিসহ ৮০/৯০ জন মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, একজন জনপ্রতিনিধি হয়েও সরকারি নিয়ম ভঙ্গ করেছে তিনি করোনা মোকাবেলার মধ্যে জনসমাগম করে সভা করেছেন। সেকারনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারের নিষেধাজ্ঞা সবার কাছে সমান। সবাইকেই নিয়ম নেমেই চলা উচিত।


এধরনের আরও সংবাদ