• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিকের নাম / ৬৯ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২

নিউজ ডেক্সঃ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন’২০২২ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১জুন) সকালে জেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে সিভিল সার্জন সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেনারেল হাসপাতালের শিশু বিষয়ক কনসালটেন্ট চিকিৎসক ডা: শাহীন হায়দারের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল হান্নান, মেডিকেল অফিসার শিরিন আক্তার, ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু, অর্থ সম্পাদক জিয়াউর রহমান বকুল, দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক, প্রচার সম্পাদক রেদওয়ানুল হক মিলনসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন তথ্য মতে, জেলায় ৫টি উপজেলা ৩টি পৌরসভা ও ৫৩টি ইউনিয়নে ১৮৯ টি ওয়ার্ডের মোট ১হাজার ৩৭৮টি কেন্দ্র থেকে ২ লাখ ১৩ হাজার ৭৮৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সীদের লাল রঙ্গের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে । আগামী ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত এই কর্মসূচি চালু থাকবে।


এধরনের আরও সংবাদ