• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে আগুনে প্রাণ গেল বৃদ্ধার

সাংবাদিকের নাম / ২৯৫ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯



নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে এক বৃদ্ধার মর্মাত্মিক মৃত্যু হয়েছে। শীত নিবারণের জন্য শয়ন ঘরের বিছানার নিচে রাখা আগুন মশারীতে লেগে বিছানাসহ ছড়িয়ে পড়লে বিছানায় থাকা রজিমা বেওয়া (৭০) নামে এক বৃদ্ধা পুড়ে মারা গেছেন।

বুধবার সন্ধ্যা ৭টার সময় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া বাজার এলাকার মৃত সিরাজুল ইসলামের স্ত্রী।

ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান হিটলার হক মুঠোফোনে জানান, শীত নিবারনের জন্য বিছানার নিচে পাতিলে (পনা) কাঠের আগুন রেখে শুয়েছিলেন বৃদ্ধা। সেই মশারীতে লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঘরেই পুড়ে বৃদ্ধার মৃত্যু হয়।

‘স্থানীয়রা পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে’।

স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন ডাকো বলেন, আগুনে ওই পরিবারের ৩টি ঘর পুড়ে মালামালসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম রাত ৯টার সময় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃতের স্বজনদের শান্তনা এবং ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার, শীতবস্ত্র এবং দাফনের জন্য বৃদ্ধার পরিবারকে ১০ হাজার প্রদান করেন।


এধরনের আরও সংবাদ