• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ‘অধিনায়ক’ মুমিনুলের অভিষেক

সাংবাদিকের নাম / ১১৮ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: টেস্ট খেলুড়ে ১২ দেশের মধ্যে ৯টি দেশকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। বাকি ৮টি দেশের প্রায় সবাই টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করে দিয়েছে ইতিমধ্যে। বাংলাদেশ বাকি ছিল। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিষেক হচ্ছে বাংলাদেশেরও।

ভারতের মাটিতে, ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে বিরাট কোহলিদের বিপক্ষেই টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু হলো টিম বাংলাদেশের। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিষেক হচ্ছে বাংলাদেশের, এক নতুন অধিনায়কের হাত ধরে।

ঘটনাচক্রে ভারত সফরের আগে নতুন টেস্ট অধিনায়ক হিসেবে মুমিনুল হকের নাম ঘোষণা করতে হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। ফিক্সিং কেলেঙ্কারিতে না জড়িয়েও, শুধু তথ্য না দেয়ার অপরাধে এক বছর নিষিদ্ধ সাকিব আল হাসান। সে কারণেই বাংলাদেশের টেস্ট অধিনায়ক এক মুমিনুল হক।

২০১৩ সালে শ্রীলঙ্কার গলে অভিষেক। এরপর খেলেছেন ৩৬টি টেস্ট ম্যাচ। এ নিয়ে খেলতে নামলেন ৩৭তম টেস্ট। আগের ৩৬ টেস্টে ৪১.৪৭ গড়ে রান করেছেন ২৬১৩। সেঞ্চুরি ৮টি, হাফ সেঞ্চুরি ১৩টি। সর্বোচ্চ রান ১৮১।

বাংলাদেশের ১১তম টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হলো মুমিনুল হকের। আজ থেকে ঠিক ১৯ বছর আগে নাঈমুর রহমান দুর্জয়ের হাত ধরে টেস্টে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের। এরপর খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

এবার তাদের কাতারে যোগ হলো সাগরপাড়ের জেলা কক্সবাজারের ২৮ বছর বয়সী যুবক মুমিনুল হকের নাম। দেখার বিষয় এই ‘কুল’ ক্রিকেটার মুমিনুলের হাত ধরে কতদুর যেতে পারে বাংলাদেশ।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.