• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

টুপি বিক্রি করে দাবানল তহবিলে টাকা দেবেন ওয়ার্ন

সাংবাদিকের নাম / ১১২ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: একজন ক্রিকেটারের সারাজীবনের গর্ব তার টেস্ট ক্যাপ। বিশ্বে অনেক নামকরা ক্রিকেটার রয়েছেন, যারা সারাজীবন একটি ক্যাপ পরেই টেস্ট ক্যাপ খেলে গেছেন। অস্ট্রেলিয়ান স্পিন কিংবদন্তি শেন ওয়র্নের সেই গর্বের প্রতীক হচ্ছে, তার ব্যাগি গ্রিন টুপিটা। সারা জীবন এই টুপি পরেই খেলেছেন তিনি, কাঁপিয়েছেন টেস্টের মাঠ।

নিজের সেই গর্বের প্রতীককে বিসর্জন দেয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ওয়ার্ন। সিদ্ধান্ত নিয়েছেন, ব্যাগি গ্রিন টুপিটা নিলামে তুলে বিক্রি করে দেবেন এবং সেই বিক্রিত অর্থ, অস্ট্রেলিয়াজুড়ে ছড়িয়ে পড়া দাবানল নেভাতে যে তহবিল গঠন করা হয়েছে, সেখানে দান করে দেবেন।

সিডনিতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার চলমান টেস্টেই নিজের টুইটার হ্যান্ডলে এ সম্পর্কিত বিস্তারিত ঘোষণা দেন ওয়ার্ন। একই সঙ্গে নিলামে অংশ নেয়ার জন্য একটি লিংকও শেয়ার করেন তিনি। সর্বোচ্চ দরদাতার কাছেই বিক্রি করবেন তার নিজের ব্যাগি গ্রিন টুপিটি।

এক বিবৃতিতে শেন ওয়ার্ন বলেন, ‘এই ভয়ঙ্কর দাবানল আমাদের সবার আত্মবিশ্বাস কেড়ে নিয়েছে। এই ভয়ঙ্কর দাবানলের শিকার হয়ে কত মানুষ যে ক্ষতিগ্রস্থ হচ্ছে, তা চিন্তা করাটাই কঠিন। তাদের এই অবর্ণনীয় দুঃখ-কষ্ট আমাদের সবাইকে ছুঁয়ে যাচ্ছে। জীবন হানি হচ্ছে, বাড়ি-ঘর ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, প্রায় ৫০ কোটি বন্যপ্রাণী এই ভয়ঙ্কর আগুনে পুড়ে মারা গেছে।’

সবাই এই একটি বিষয়ে একসঙ্গে আছে বলে মন্তব্য করেন ওয়ার্ন। তিনি বলেন, ‘এই বিষয়ে সবাই আমরা এতই অবস্থানে। আমরা চেষ্টা করছি, এই ভয়ঙ্কর দাবানল থেকে বাঁচার পথ বের করার এবং দিন প্রতি আমরা সহযোগিতা করার চেষ্টা করছি। এ কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি, শেষ পর্যন্ত আমার সবচেয়ে ভালোবাসার ব্যাগি গ্রিন টুপিটা (৩৫০) নিলামে তুলে বিক্রি করে দেয়ার জন্য। এই টুপিটা আমি আমার পুরো টেস্ট ক্যারিয়ারে পরে খেলেছি।’

৫০ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার বলেন, ‘আমার বিশ্বাস, নিলাম থেকে খুব ভালো একটা অর্থ পাবো এবং আশা করি খুবই প্রয়োজন যাদের, এই অর্থটা কাজে লাগবে তাদের।’ অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটারই ব্যক্তিগত উদ্যোগে দাবানলে জ্বলা ক্ষতিগ্রস্থদের জন্য ফান্ড তোলার ব্যবস্থা করছেন। তাদের সঙ্গে যোগ দিলেন ওয়ার্নও।

শুরুটা করেছিলেন টেনিসের ‘ব্যাড বয়’ বলে পরিচিত নিক কির্গিয়স। অসি তারকার মানবিক আহ্বানে সাড়া দিয়েই গোটা টেনিস দুনিয়া ঝাঁপিয়ে পড়েছে অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহে।

এবার এগিয়ে এলেন অসি টেনিসের নতুন তারকা এবং বিশ্বে মেয়েদের এক নম্বর অ্যাশলি বার্টি। তার ঘোষণা ব্রিসবেন ওপেনে তিনি যা পুরস্কার মূল্য জিতবেন, তার পুরোটাই দান করবেন দাবানল পীড়িতদের তহবিলে। বার্টির কথায়, ‘অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে ভীষণ বড় দুর্ঘটনা ঘটে চলেছে। আমাদের এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।’

পাশাপাশি, অস্ট্রেলিয়ার ট্রাইবাল স্পোর্টস গ্রুপ নামের একটি এজেন্সি ঘোষণা করে দিয়েছে অর্থ সংগ্রহে তারা একটি চ্যারিটি ফুটবল ম্যাচ আয়োজন করবে। আর এই ম্যাচে খেলবেন আন্তর্জাতিক তারকারা।

মারিয়া শারাপোভাও জানিয়ে দিলেন, তিনি দান করবেন ২৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার। সে সঙ্গে নোভাক জকোভিচের কাছে আবেদন করলেন, তার দানকে চ্যালেঞ্জ জানাতে। শারাপোভা টুইটে লিখেছেন, ‘গত ১৫ বছর ধরে জানুয়ারি মাসে অস্ট্রেলিয়াই আমার ঘরবাড়ি। যেভাবে অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চলের বাড়ি, পরিবার, পশুপাখি দাবানলের কবলে চলে গেছে, তাতে আমি ভীষণ মর্মাহত। আমি ২৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার দান করতে চাই। জকোভিচ, তুমি কি আমার দানের তুল্যমূল্য দান করবে?’

বার্টি অবশ্য ব্রিসবেন ওপেন শুরুর আগেই ৩০ হাজার অস্ট্রেলিয়ান ডলার দান করেছেন। সেটা পশু নিপীড়ন বিরোধী তহবিলে। তার যুক্তি, ‘এই দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তো পশুপাখিরাই; কিন্তু এবার শুধু পশুপাখি নয়, মানুষ, তাদের ঘরবাড়ি সব কিছুই ক্ষতিগ্রস্ত।’


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.